আবারও ভর্ৎসনার মুখে পড়লো রাজ্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কলকাতা হাইকোর্টে তুমুল ভর্ৎসিত রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

সেই মামলাতেই রিপোর্ট রাজ্য জানাল, মামলাকারীদের ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি রবি কিষাণ কাপুর। এটা ‘ইচ্ছাকৃত জালিয়াতি’, বলে মন্তব্য বিচারপতির।

ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব করেছে হাইকোর্ট। পাশাপাশি অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ উচ্চ আদালতের। প্রসঙ্গত, আবাস নিয়ে ‘দুর্নীতির’ অভিযোগ আজকের নয়। বহুদিন থেকেই একই অভিযোগ উঠে আসছে।