১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িগুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর

রাস্তায় আর গড়াতে পারবে না ১৫ বছরের পুরনো গাড়ি! অর্থাৎ ১৫ বছরের পুরনো ১০ লক্ষ গাড়িকে বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিস পাঠাবে পরিবহণ দপ্তর। মে-জুন মাসজুড়ে চলবে শুনানি। মালিকদের ডেকে সংশ্লিষ্ট গাড়ি রাস্তায় না নামানোর অনুরোধ জানাবেন আধিকারিকরা। তারপরই শুরু হবে সরকারি খাতায় গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করে ভেঙে ফেলার প্রক্রিয়া। সেই লক্ষ্যে কিছু দিনের মধ্যেই নিজস্ব ‘স্ক্র্যাপ পলিসি’ ঘোষণা করবে রাজ্য সরকার। এক্ষেত্রে গাড়ি ভাঙার জন্য নির্দিষ্ট বেসরকারি সংস্থা নির্বাচন করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে। জমি, পরিকাঠামো তৈরির দায়িত্বও থাকবে ওই সংস্থার হাতে। নবান্ন কেবলমাত্র ‘লাইসেন্স’ দেবে।

তবে বাতিল গাড়িগুলিকে চালানোর জন্য বিকল্প ব্যবস্থাও রাখছে পরিবহণ দফতর। রাজ্যে দূষণ কমাতে পরিবেশবান্ধব কম্প্রেসিভ ন্যাচারাল গ্যাস (সিএনজি) এবং বিদ্যুৎ চালিত গাড়িগুলিকে পরিবহণ দফতর অগ্রাধিকার দিচ্ছে। তাই কোনও ব্যক্তি নিজের গাড়ি সিএনজি কিংবা বিদ্যুৎ চালিত করে নিতে চাইলে তাঁকে সেই গাড়ির চরিত্র বদল করে চালানোর অনুমতি দেওয়া হবে। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ১৫ বছরের গাড়ির পুরনো ইঞ্জিন বদলে সিএনজিতে রূপান্তর করে কেউ যদি তা ব্যবহার করতে চান, তাতে দফতরের আপত্তি নেই। কারণ এতে যানের আয়ু অতিরিক্ত পাঁচ বছর যেমন বেড়ে যাবে, তেমনই গাড়িগুলি পরিবেশ বান্ধব হয়ে যাবে।