রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখলেন বিচারপতি সিনহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় অনুযায়ী এই মামলার তদন্ত করবে সিবিআই।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপর সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পরিবর্তিত হয় বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে বেঞ্চ সরে যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে। মামলা নতুন বেঞ্চে যাওয়ার পর কলকাতা হাইকোর্টে রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানায়।
রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, পুরসভায় দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইডির আবেদনে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হলে তার তদন্ত করবে রাজ্য। অন্য সংস্থাকে খুব কম বিষয় তদন্তের ভার দেওয়া হয়।