দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ২০২৩ সালে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার।
এই যোজনার সম্পূর্ণ নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। এই প্রকল্পের অধীন মোট ১৮টি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পেয়ে থাকেন। এই সরকারি যোজনার মাধ্যমে একদিকে যেমন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গেই তাঁদের ব্যবসা বাড়াতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন রোজকার হাতখরচের জন্য বৃত্তিও দেওয়া হয়।
স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা, খেলনা ও পুতুল নির্মাতা, কেশসজ্জাশিল্পী, কামার, মুচি, মালাকার, নৌকো নির্মাণকারী, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, রাজমিস্ত্রি, সেলাইকারক, তালা নির্মাতা প্রমুখ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন্দ্রের এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। এই স্কিমের অধীন প্রশিক্ষণ দেওয়ার সময় ওই ব্যক্তিকে রোজ ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।