ফের গোয়ায় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ভোট কুশলী প্রশান্ত কিশোরকে বিঁধে দল ছাড়লেন গোয়া তৃনমূলের রাজ্য সভাপতি কিরণ কাণ্ডোলকর। বুধবার সাংবাদিক বৈঠক করেন তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন। এদিন কিরণ কাণ্ডোলকর বলেছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। কারণ গোয়া বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিল I -PAC। আইপ্যাক – কে নেতৃত্ব দিয়েছিলেন প্রশান্ত কিশোর। যদি কেউ ব্যর্থ হয়,তবে সে হয়েছে। প্রার্থী (নির্বাচনে) হিসেবে ,আমরা ব্যর্থ হইনি। আইপ্যাক অনেক ধুমধাম করে এখানে এসেছিল। গোয়াতে তার রাজনৈতিক কৌশল ছিল মোট শূণ্য। আমি প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন যে গোয়ার জন্য আমাদের অনেক বড় পরিকল্পনা আছে। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আমরা সবাই জানতাম যে তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, গোয়া বিধানসভা নির্বাচনে উত্তর গোয়ার আলডোনা কেন্দ্র থেকে তৃনমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন কিরণ কাণ্ডোলকর। ২০২১ সালের নভেম্বর মাসে তিনি তৃণমূলে যোগদান করেন,১৮ জানুয়ারি তাঁকে গোয়া রাজ্য- এ তৃনমূলের সভাপতি পদে নিযুক্ত করা হয়।
এদিন তিনি আরও বলেন ,তৃণমূল পার্টির জন্য শুভকামনা রইল। আমি এবং আমার সমর্থকদের আজ থেকে তৃনমূলের সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না।
কিরণ কাণ্ডোলকরের দাবি, পিকের জন্য সৈকত রাজ্যে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। দলকে জেতানোর উদ্দেশ্যে নয়। প্রশান্ত কিশোর গিয়েছিলেন কংগ্রেসকে ব্ল্যাকমেইল করতে।