এনইটি-তে ৯৯ শতাংশ পেয়ে রাজ্যের গর্ব ময়ূখ

ইউজিসি-এনইটি ২০২১ শিক্ষা বর্ষে ৯৯.৯৯ শতাংশ পেয়ে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে শিলিগুড়ির ময়ূখ মজুমদার। জাতীয়-স্তরের এই পরীক্ষায় ১১০ জনের বেশি প্রার্থী ৯৯ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করেছে। ময়ূখ সহ দেশব্যাপী একাধিক ছাত্র তাদের এই ফলাফলের কৃতিত্ব বাইজুসকে দিয়েছে।পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে ময়ূখ মজুমদার বলেন, বাইজুসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই আমার সাফল্যের কারণ।

সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাইজুসের অনলাইন টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই অনলাইন টেস্ট সিরিজ আমার দুর্বল ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে সেই বিষয়ে দুর্বলতা দূর করে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এইভাবে গাইড করার জন্য ময়ূখ বাইজুসকে বিশেষ ধন্যবাদ জানায়।এই বাইজুস এক্সাম প্রেপ হল একটি পরীক্ষার প্রস্তুতির প্ল্যাটফর্ম। যা সরকারি চাকরি, আইএএস, ক্যাট, ডিফেন্স, ইউজিসি-নেট সহ স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার ২৫টি বিভাগে ১৫০ টিরও বেশি পরীক্ষার জন্য ট্রেনিং দেয়।

বিশেষজ্ঞদের দ্বারা অনলাইন ক্লাসরুম প্রোগ্রামে প্রায় ৩.৫ মিলিয়নেরও বেশি শিক্ষার্থীকে প্যাটার্ন টেস্ট সিরিজের মাধ্যমে ট্রেনিং দেয় বাইজুস। উল্লেখ্য, প্রতি বছর  ৯,০০০-এরও বেশি শিক্ষার্থী প্রতিবছর চাকরী ও  বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য বাইজুসের সাহায্য নেয়।বাইজুসের সিনিয়র ফ্যাকাল্টি অমিত চ্যাটার্জি বলেন, মহামারিতেও কঠোর প্রশিক্ষণ ও টেস্ট সিরিজের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দুর্দান্ত ফলাফল নিশ্চিত করে তাদের মেধা প্রমাণ করেছে।