টিকাকরণের ক্ষেত্রে শিশুদের মায়েদের ওপর বেশি নজর দিচ্ছে রাজ্য

ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরেছে বঙ্গবাসী। তবে এখনও করোনার আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই ঢেউতে আক্রান্ত হতে পারে শিশুরাও, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এবার জোর দেওয়া হচ্ছে ১২ বছর বয়সী শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার করার। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের চিকিৎসা জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখনও পর্যন্ত ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। মমতা বলেন, ‘জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন দেব। দৈনিক চার লাখ টিকাকরণ আমাদের লক্ষ্য’।