রাজ্যে রেহাই নেই বৃষ্টি থেকে

বিগত এক সপ্তাহ ধরে বৃষ্টির মরশুম দেখছে গোটা রাজ্যবাসী। একাধিক জায়গায় জল জমে গিয়ে নাজেহাল অবস্থা। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার কারণে সাধারণ মানুষের রোজকারের জীবন চরম সঙ্কটে। ইতিমধ্যেই জমা জলের কারণে বেশ কয়েক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এই রাজ্যে। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, জানিয়েছে আবহাওয়া অফিস। মনে করা হচ্ছে, সপ্তাহের শেষ জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আরও বাড়বে বৃষ্টি। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ২-৩ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই একটানা প্রবল বর্ষণে ডুবেছে কলকাতা। বুধবারও অনেক জায়গায় জল জমে রয়েছে।

নিম্নচাপে সরে গিয়ে ঝাড়খন্ডে অবস্থান করছে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ। এর প্রভাবে আগামী রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা।