বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভায় নিয়োগেও দুর্নীতির খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
এরপরই পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে আলাদা মামলা দায়ের করে একজোটে তদন্তে নামে সিবিআই, ইডি। ওদিকে এই পদক্ষেপের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানে সুরাহা না পেলে পরে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার। তবে রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে।
শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা নয়। একজোটে এই মামলায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। প্রসঙ্গত, অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে হাজার হাজার চাকরি। পুর-দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের সূত্র খুঁজে পেয়েছেন গোয়েন্দা সংস্থা।