চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।
চলতি বছরের একদম প্রথম থেকেই হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল শুরু করে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে একে একে হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত চলাচল শুরু করেছে আরও দু’টি বন্দে ভারত। জানা গিয়েছে যে, এবার খুব দ্রুত আরও ২ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস রাজ্যে সফর শুরু করতে পারে।
পাশাপাশি ওই ২ টি ট্রেনের সম্ভাব্য রুটের প্রসঙ্গেও শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, এই ২ টি ট্রেনই হাওড়া থেকে যাত্রা শুরু করবে। এর মধ্যে, একটি ট্রেন সম্ভাব্য হাওড়া স্টেশন থেকে পাটনা স্টেশনের মধ্যে চলাচল করতে পারে। অর্থাৎ, সেক্ষেত্রে ওই ট্রেনের রুট হবে হাওড়া-পাটনা। অন্যদিকে, আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের রুটকে ঘিরেও জল্পনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে যে, ওই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত চলাচল করবে।