এবার বড় সুখবর রাজ্যের জন্য। রাজ্যবাসীকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী, ফের ঋণ নিচ্ছে বাংলা। বিশ্ব ব্যাঙ্ক থেকে আরও ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ পেতে চলেছে রাজ্য। ‘ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত’ প্রজেক্ট চালুর জন্য কেন্দ্রের তরফে ঋণদানে সম্মতি জানানো হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা পঞ্চায়েতের কাজে খরচ হবে।
পঞ্চায়েতের আধুনিকীকরণ, কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ, জিনিসপত্র কেনা-সহ বিভিন্ন রকমের পরিকাঠামোমূলক উন্নয়নের জন্য এই টাকা খরচ করা হবে। ২০২৯ সালের মধ্যেই এই প্রজেক্টের কাজ শেষ হবে। ইতিমধ্যেই বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা রাজ্যে এসেছিলেন।
রাজ্যের পারফরম্যান্স খুব ভালো হওয়ায় নতুন করে ঋণ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে তাদের তরফে। বিশ্ব ব্যাঙ্কের চুক্তি অনুযায়ী, ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে তার আগে এই টাকা মিললে রাজ্যের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।