চিন্তা মুক্ত হলো রাজ্য, একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ দেশের পর এবার রাজ্যেও হানা দিয়েছিল ওমিক্রনের সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে বুধবার হদিশ মিলেছিল রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত বালকের৷ এক দিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এল নেগেটিভ৷ শুধু ৭ বছরের ওই বালকই নয়, তার গোটা পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ একথা জানান মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক৷ 

বুধবার প্রথম জানান যায় রাজ্যে ৭ বছরের এক বালক ওমিক্রন আক্রান্ত৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফিরেছে তার পরিবার৷ ওই বালকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে ছিল মালদহের কালিয়াচকের বালিয়াডাঙায় মামার বাড়িতে। হায়দরাবাদ থেকে রিপোর্ট আসার পরেই বালিয়াডাঙায় পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ গতকালই ওই বালক ও তার পরিবারের সদস্যদের নুমনা সংগ্রহ করে মালদহ মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠায়৷ আজ কোভিড পরীক্ষার রিপোর্ট নেগিটেভ এসেছে৷ 

এদিন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক বলেন, ‘‘বাচ্চাটির কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর পরিবারের সদ্যরাও কোভিড নেগেটিভ। বাচ্চাটি ভালো আছে। তবে তাঁদের এখনও হাসপাতাল থেকে ছাড়া হয়নি৷ আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের খোঁজ চালানো হচ্ছে।’’ প্রসঙ্গত, ওই বালক সহ তার বাবা, মা ও দিদি সকলেই মালদহ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। 

প্রসঙ্গত বুধবার জনসভা থেকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ওমিক্রন মরাত্মক নয়৷ অনেক সময় কোনও লক্ষণও দেখা যায় না৷ তবে এটা অনেক বেশি সংক্রামক৷ ছোঁয়াচে৷ কিন্তু ওমিক্রনে মৃত্যুর ভয় কম৷