লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। রাজ্যে চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জটিলতা তৈরি হল রাজ্যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে। রাজ্যের পক্ষ থেকে রাজভবনে গত ১৮ই মে নাম পাঠানো হয়। কিন্তু এরপর ৫ দিন কেটে গেলেও রাজ্যপালের পক্ষ থেকে কোনো রকম উত্তর মেলেনি। অনেকে মনে করছেন রাজ্যপাল যদি রাজ্যের পাঠানো নামে সম্মত না হন তাহলে ফের একবার সম্মুখ সমরে যাবে রাজভবন ও নবান্ন।
জানা যাচ্ছে, রাজ্যপাল হয়তো চলতি সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তাই এখন দেখার রাজ্যপাল রাজ্যের পাঠানো নামে সায় দেন নাকি বিকল্প কোনো নাম প্রস্তাব করেন। রাজ্যের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে পাঠানো হয় প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হার নাম।
রাজ্যপাল সম্মত হলেই নাম চূড়ান্ত করবেন। যদি এই সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত না হয় তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। সামনেই পঞ্চায়েত ভোট। ফলে ব্যাহত হতে পারে নির্বাচনের কাজ। সব মিলিয়েই জটিলতা যে বাড়বে তা বলাই বাহুল্য।