হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের গাফিলতির জন্যই চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো যাচ্ছে না।

এই বিষয়েই রাজ্যের জবাব তলব করল হাইকোর্ট, এল কড়া নির্দেশও। গত শুক্রবার চিটফান্ড সংক্রান্ত এই মামলাটি উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই অসহযোগিতার নেপথ্যে কি কারণ তা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিটফান্ডকাণ্ডে প্রচারিতদের ক্ষতিপূরণের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ, শুধু মেই আছে ওই কমিটি। এই নিয়ে রাজ্যের ভূমিকা সদর্থক নয়। পরিকাঠামো, শূন্যপদ পুরণ-সহ বিভিন্ন আবেদন করা হলেও রাজ্য কিছুই কার্যকর করেনি।