নাজেহাল পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন

করোনার তাণ্ডবে নাজেহাল মানুষ। চারিদিকে হাহাকারের ছবি। কোথাও পাওয়া যাচ্ছে না অক্সিজেন কোথাও হাসপাতালের শয্যা আবার কোথাও ভ্যাকসিনের আকাল। বিভীষিকাময় চিত্র রাজ্যের। এরই মাঝে বেসরকারি হাসপাতালে লাগামছাড়া খরচে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অতিমারী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত বিল করার অভিযোগ উঠছে রাজ্যের তিন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। তাই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। রাজ্যের তিনটি হাসপাতাল আর করোনা রোগী ভরতি নিতে পারবে না। এমনটাই নির্দেশ কমিশনের। পাশাপাশি তিন হাসপাতালের বিরুদ্ধে বহুবার স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগও আছে। তাই বেহালার অ্যাপেক্স হাসপাতাল, পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল এবং নিউটাউনের উজ্জীবন হাসপাতালে কোভিড রোগীদের ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত শুরু করেছে কমিশন। কমিশনের আশা, এতে বাকিরাও সতর্ক হবে।