করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ রাজ্যের

বেশ কিছুটা স্বস্তির পর আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন, বাড়ছে দৈনিক করোনা আক্রান্ত। তাই কড়া পদক্ষেপ নিয়ে রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা বাধ্যতামূলক করল রাজস্থান প্রশাসন। মহারাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে গত কয়েকদিন বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। তার মধ্যে রয়েছে রাজস্থানও। তাই সেই রাজ্যের সরকার আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

রাজস্থান সরকারের তরফে স্পষ্ট জানান হয়েছে, সেই রাজ্যে করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি টিকা নিতে অস্বীকার করে তাহলে তাঁরা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। কোনও ব্যক্তি টিকা নিতে অস্বীকার করতে পারবে না বলেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বাধ্যতামূলক টিকাকরণের পাশাপাশি নাইট কার্ফু, মাস্ক পরা থেকে শুরু করে যাবতীয় করোনা নিয়ম বিধি মেনে চলার মতো বিষয়গুলিতেও জোর দিচ্ছে রাজস্থান সরকার। তবে এই বাধ্যতামূলক টিকাকরণের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, টিকাকরণ বাধ্যতামূলক হতে পারে না। কেউ না চাইলে নাই নিতে পারে। তবে রাজস্থান সরকার বাড়তে থাকা কোভিড পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নিল।