পর পর হতে থাকা ভুয়ো আধিকারিকদের ঘটনা রুখতে বড়ো ঘোষণা রাজ্যের তরফে

বিগত কয়েক মাস ধরে কলকাতার বুকে সামনে আসছে একের পর এক ভুয়ো আধিকারিকের ঘটনা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। উত্তাল হয়েছে গোটা বাংলার রাজনীতি মহলও। নাম জড়িয়েছে একাধিক উচুঁ তরের লোকেদের। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় ঘোষণা করা হল রাজ্যের তরফে। লাল ও নীলবাতি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র ১৪জন পদাধিকারী এই সুবিধে পাবেন। ভুয়ো নীল ও লাল বাতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আজ সেই নিয়েই নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

নয়া নির্দেশিকায় দেখা যাচ্ছে, শুধুমাত্র ১৪ বিভাগের পদাধিকারীই এই নীল-লালবাতি গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন। এর আগে সংখ্যাটা ছিল ১৯। কারা গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন, তা জানানো হয়। বেআইনিভাবে নীল ও লাল বাতির ব্যবহার রুখতেই শুক্রবার নয়া নির্দেশিকা প্রকাশ করল নবান্ন। দেখা গিয়েছে সাম্প্রতিক সময়ে বেশকিছু ভুয়ো সরকারি আধিকারিক নীল বাতি বা লাল বাতি লাগিয়ে একাধিক প্রতারণার কাজ করে চলেছেন। এদের মধ্যে ধরাও পড়েছেন অনেকে। রাজ্যজুড়ে এখনও জারি রয়েছে ধর-পাকড়। এবার তাই আরও কঠোর রাজ্য সরকার।

নিম্নলিখিত পদাধিকারীরাই শুধুমাত্র গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন।
) মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী
) মুখ্য সচিব
) অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিব
) ডিভিশনাল কমিশনার
) রাজ্য পুলিশের ডিজি
) ডিজি দমকল
) আয়কর ও শুল্ক দপ্তরের কমিশনার
) পুলিশের আই জি ও ডি আই জি
) নিজস্ব এলাকায় এই গাড়ি ব্যবহার করতে পারবেন প্রতিটি জেলার জেলাশাসক
১০) মিউনিসিপাল কমিশনার (নিজেদের এলাকায়)
১১) রাজ্য মিউনিসিপাল কমিশনার
১২) বিভিন্ন জেলার পুলিশ সুপার (নিজেদের এলাকায়)
১৩) সাব ডিভিশনাল অফিসার ও পুলিশের সাব ডিভিশনাল অফিসার (নিজেদের এলাকায়)
১৪) পুলিশ পেট্রোলিং কার, দমকল ও কনভয়ের গাড়ি এর বাইরে কোনও আধিকারিক গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করলে আইন বিরুদ্ধ কাজের জন্য উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।