প্রায় দশ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। বছর শেষের আগে এমনই একটি প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ করা হল।

এই প্রকল্পেই ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও মজবুত করে তুলতে এই উদ্যোগ নিয়েছে সরকার। গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে বাম জমানায় স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন শুরু হয়।

তৃণমূল কংগ্রেসের আমলে এর ব্যাপ্তি এবং প্রসার দুই-ই বেড়েছে। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে প্রায় ১২ লক্ষ ১ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ১.২১ কোটি পরিবার। এবার এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে তুলতে আনন্দধারা প্রকল্পে আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।