লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এই পরিস্থিতিতে খোদ বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ ঠুকে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্য সরকার। বোসের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলে সরব রাজ্য।
এককথায় রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে যা বাংলার মাটিতে দাঁড়িয়ে এককথায় নজিরবিহীন। পঞ্চায়েত ভোটের মুখে নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্য সফরে বেড়িয়েছেন সিভি আনন্দ বোস। নির্বাচনের আগে রাজ্যপালের এই সক্রিয়তা নিয়ে আগেই সরব হয়েছিল শাসক দল, এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নালিশ গেল কমিশনে।
তাদের অভিযোগ – ‘সরকারি গেস্টহাউসে কীভাবে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল?’ ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন রাজ্যপাল’। ‘অবান্তর বিবৃতি দিয়ে বিভ্রান্তি তৈরি করছেন রাজ্যপাল বোস’। ‘পদের ক্ষমতাবলে রাজভবনে তথাকথিত কন্ট্রোল রুম খুলেছেন’। ‘বিডিওদের কাছ থেকে মনোনয়নের খুঁটিনাটি তথ্য জানতে চাইছেন’। প্রসঙ্গত, মনোনয়ন পর্বে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় বাংলার একাধিক জায়গায়।