গ্রুপ ইন্সুরেন্সের টাকা দেবে রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আপাতত শীর্ষ আদালতে ঝুলে রয়েছে বাংলার অগুনতি সরকারি কর্মীর ভাগ্য।

এর মাঝেই তাঁদের জন্য জারি করা হল নয়া বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের দেখানো পথে হেঁটেই রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইনস্যুরেন্স সম্বন্ধিত সেই বিজ্ঞপ্তি করা হয়েছে। জারি করা হল, প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রিপ ইনস্যুরেন্স বাবদ কেটে নেওয়া হয়।

অবসরের সময় এক থোকে সেই টাকা ফেরত পেয়ে যান ওই কর্মী। এবার ১ আগস্ট থেকে আগামী ৩১ অক্টোবর অবধি কত টাকা সুদ প্রদান করা হবে সেই বিষয়ে টেবিল প্রকাশ করে জানিয়ে দিল রাজ্যের অর্থ দফতর।