শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তৃতীয় দফায় ক্ষমতায় এসেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে প্রায় সাড়ে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে। পুজোর মধ্যেই রাজ্যে এই শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পুজোর আগেই প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে এবং আপার প্রাইমারিতে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দুর্গা পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। মেধাই হবে একমাত্র পরিচয়। আদালতে মামলা চলার জন্য এতদিন শিক্ষক নিয়োগ বন্ধ ছিল কিন্তু এবার শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।