রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মতোই কাজ করছে রাজ্য সরকার

বিধানসভা ভোট নির্বাচনের পূর্বে রাজ্যবাসীর পাশে থাকার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। এবার এক এক করে প্রতিটি প্রকল্পের কাজ হচ্ছে সেই প্রতিশ্রুতি মতোই। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষকে তিনটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন, উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ক্রেডিট কার্ড ও মহিলাদের মাসোহারা হাত খরচ এই তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকার। ইস্তেহারেও উল্লেখ এই তিনটি প্রতিশ্রুতির। এবার একুশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর তাঁর মন্ত্রিসভার তৃতীয় বৈঠকেই তিন প্রকল্প কার্যকরের রূপরেখা চূড়ান্ত করতে তিনটি টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাতে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, খাদ্য, শিক্ষা এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের আধিকারিকরা থাকবেন। এই টাস্ক ফোর্স নজরদারিও চালাবে।

তপশিলি জাতি– উপজাতির ক্ষেত্রে তা হবে ১০০০ টাকা৷ এই প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে এটিই ছিল সবচেয়ে বড় চমক৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন৷ এবার তা বাস্তবায়িত হতে চলেছে। রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি-বাড়ি সেই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্পে। এছাড়া পডুয়াদের জন্য ছাড়পত্র পাওয়া ক্রেডিট কার্ড প্রকল্পে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে। মাত্র চার শতাংশ সুদে ১০ লক্ষ টাকা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। এ ছাড়াও কলকাতা পুলিশে আড়াই হাজার কর্মী পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।