ধীরে ধীরে শিথিলের পথে এগোচ্ছে রাজ্য সরকার

করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে আরও কিছুটা ছাড় দেওয়া হল। কার্যত লকডাউনে কিছু কিছু ক্ষেত্রে আংশিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই এই বিধিনিষেধ জারির ফলে কিছুটা হলেও রাজ্যের করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল। তবে এবার এই বিধিনিষেধ আরও কিছুটা লাঘব করল রাজ্য সরকার। হোটেল রেস্তরাঁ থেকে শুরু করে খুচরো বাজার, শপিং মল— সর্বত্রই ছাড় দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুনের পর থেকে করোনাবিধি মেনে, হোটেল, রেস্তরাঁ এবং শপিং মল খোলায় অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী।

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক ক্ষেত্রেই বেশ কিছু শর্তও দিয়েছেন তিনি। তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে এবং বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই খোলা যাবে হোটেল, রেস্তরাঁ এবং শপিং মল। পাশাপাশি তিনি জানিয়েছেন, ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যেতে পারে শপিং মল। সবরকম করোনা বিধি মেনে বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত হোটেল রেস্তরাঁগুলি খোলা রাখা যাবে। তবে, এক্ষেত্রে শর্ত থাকবে যে, হোটেল, রেস্তরাঁর প্রত্যেক কর্মীর টিকাকরণ বাধ্যতামূলক।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১ মাস হতে চলল, রাজ্যে করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙতে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন।