নিয়মে বদল আনছে রাজ্য সরকার

রাজ্যে অনবরত হয়ে চলেছে বেআইনি নির্মাণ, শহর থেকে শুরু করে গ্রাম, সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভ্যান্স সেলে অভিযোগ জমা পড়েছে। তিনি এই বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ।

এই আবহে এবার অবৈধ নির্মাণে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে। রিপোর্ট বলছে, পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের নিয়মে বদল এসেছে সরকার।

নতুন নিয়মে পুরসভার অফিসারদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কাউন্সিলরদের হাতে আর আগের মতো ক্ষমতা থাকছে না। আইন সংশোধনের পর রাজ্যের তরফ থেকে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, নির্মাণ কাজের ক্ষেত্রে ‘বোর্ড অফ কাউন্সিলরস’ নয়, এবার থেকে অনুমতি প্রদান করবে পুরসভার অফিসার, কর্তাদের নিয়ে গঠিত বিশেষ কমিটি।