প্রকল্পের মধ্যে ‘লক্ষ্মী ভাণ্ডার’ হলো অন্যতম। এই প্রকল্প সম্পর্কে বড় তথ্য পাওয়া গেল। জানা গিয়েছে, গত এক বছরে ১ কোটি ৮০ লক্ষ ০০৪ হাজার ৬৪৯ জন মহিলা রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় এসেছেন।
এদিন বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক জুন মালিয়ার এক প্রশ্নের জবাবে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই তথ্য দিয়েছেন। রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষের বেশি তফসিলি জাতি উপজাতি ভুক্ত মানুষ অর্থ সহায়তা পেয়েছেন। এর মধ্যে তফসিলি জাতি ভুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৯৮ জন এবং তফসিলি উপজাতি ভুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৮২৬ জন।
এছাড়া আরও জানা গিয়েছে, এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ৫৭০ কোটি ৮৪ লক্ষ টাকার বেশি অর্থ সুবিধা প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে। এই প্রেক্ষিতেই রাজ্যের মন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন, অনেকে এই প্রকল্পকে খয়রাতির প্রকল্প বলে কটাক্ষ করেছেন।