দেহ সৎকারে অভিনব পন্থা নিল রাজ্য সরকার

করোনায় মৃত ব্যক্তিদের সৎকারের নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার। এখন থেকে করোনায় মৃত ব্যক্তিদের দেহ সুতির ব্যাগে মুড়ে করা হবে সৎকার। এ বিষয়ে আগেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত, এবার তা কার্যকারি করেছে রাজ্য সরকার। এখন থেকে প্লাস্টিকের ব্যাগে মুড়ে নয় সৎকার। সরকারি সমস্ত হাসপাতালে সুতির ব্যাগ দেওয়া শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

এতদিন করোনায় মৃত্যু হলে প্লাস্টিকের ব্যাগে দেহ মুড়ে তা সৎকারের জন্য নিয়ে যাওয়া হত। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চুল্লির ফার্নেস। মাঝেমাঝেই বিকল হয়ে পড়ছরছিল শ্মশানের চুল্লি। বন্ধ হচ্ছিল সৎকার, ফলে জমছিল মৃতদেহের সারি। এছাড়া, করোনা আক্রান্তের দেহ সমাধিস্থ করার ক্ষেত্রেও প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ায় দূষিত হচ্ছিল পরিবে। বিশেষজ্ঞদের মতে, সুতির তৈরি ব্যাগ পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি উৎপাদন খরচও যথেষ্ট কম। এই সমস্ত কারণেই সুতির ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।