একে রয়েছে করোনাভাইরাস ও মাঙ্কিপক্সের আতঙ্ক। এই করোনা ও মাঙ্কিপক্সের আবহের মধ্যেই এখন ডেঙ্গু নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে বঙ্গে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা সামনেও এসেছে, মৃত্যুও হয়েছে। তাই রাজ্য সরকার সতর্কতা বাড়িয়ে ডেঙ্গু রোধে একাধিক নির্দেশিকা জারি করে করেছে।
একই সঙ্গে, রাজ্যের প্রতিটি দফতর, জেলাশাসক ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত ঠেকাতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, আগামী সাতদিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জমা জল ও ময়লা পরিষ্কার কথা তিনি জানিয়েছেন। এছাড়াও হাসপাতালের সুপারদের বলা হয়েছে, নিজের নিজের এলাকা পরিষ্কার রাখতে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের সুপারদের আলাদা দল তৈরির পরামর্শও দেওয়া হয়েছে, যে দলে থাকবেন মাইক্রোবায়োলজিস্ট থেকে শুরু করে ভেক্টর কন্ট্রোল বিশেষজ্ঞরা। কোনও ভাবেই ডেঙ্গু রোধে অসতর্ক মনোভাব রাখা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে নবান্নের তরফে।
এমনকি চিকিৎসার ক্ষেত্রেও যাতে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়া হয় সেই নির্দেশও এসেছে। কোনও লক্ষণকে অবহেলা করা যাবে না। ডেঙ্গুর কিছু উপসর্গের কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে।
বলা হয়েছে, পেটে ব্যথা, বমি ভাব, হাত-পায়ে যন্ত্রণা, জ্বর, এইসব উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ ডেঙ্গু আক্রান্ত হওয়ার ৪-৫ দিনের মধ্যে প্লেটলেট কমে যায়, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।