রাজ্যের রূপান্তরকামীদের জন্য বড় খুশির খবর সরকারের তরফে, এবার থেকে কলকাতা পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে রূপান্তরকামীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন এই কথা। জানা গিয়েছে, কলকাতা পুলিশে সাব-ইনস্পেকটর, মহিলা সাব ইনস্পেকটর, সাব ইনস্পেকটর ও সার্জেন্ট পদের জন্য লোক নেওয়া হবে।
মোট ৩০৯টি শূন্য পদের মধ্যে নিরস্ত্র ফোর্সের জন্য রূপান্তরকামীদের আবেদন করতে পারবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী ২০১৯ সালে রাজ্যের পক্ষ থেকে পুলিশে নিয়োগের বিষয়টি সামনে আসে। এই চাকরির ক্ষেত্রে মহিলাদের যে সংরক্ষণ রয়েছে, তার এক শতাংশ পদ রূপান্তরকামীদের জন্য সংরক্ষিত থাকবে।
উচ্চতা এবং শারীরিক সক্ষমতার মানদণ্ড রূপান্তরকামী মানুষদের জন্য পুরুষদের থেকে কম এবং মহিলাদের থেকে বেশি হবে। রাজ্য সরকারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ।