রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত সাত দিন ধরে যে অশান্তির পরিস্থিতি দেখা গিয়েছে রাজ্যে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে জাতীয় তপশিলি কমিশন। এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কোথায়, কীভাবে কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল।
৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। যদিও হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা।