দু’দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় স্তরে কলেজ – বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি প্রক্রিয়া এ বছর স্থগিত রাখা হয়েছে। তাই এবার পুরনো পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনই নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর।আজ, শনিবার রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতক স্তরে ১৮ জুলাই এবং স্নাতকোত্তরে ১লা সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।পাশাপাশি বলে হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
নির্দেশিকা: ১) আবেদনের জন্য কোন টাকা লাগবে না।
২)স্ব-শরীরে কলেজ বা বিশ্ববিদ্যালয় আসতে হবে না।
৩) ভর্তির ফি বাবদ টাকা অনলাইনে দিতে হবে।
৪) স্নাতকোত্তরে ভর্তিতে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮০ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে বাকি ২০ শতাংশ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য। এছাড়াও একাধিক বিষয় নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর।