উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার

তৃতীয়বার ক্ষমতায় বসার পর বাংলার তৃণমূল সরকারের তরফে একাধিক নতুন ছুটি ঘোষণা করা হয়েছে। এবার ফের ছুটি ঘোষণা রাজ্যে। প্রসঙ্গত কিছুদিন আগেই কেটে গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বেরিয়ে গিয়েছে তার ফলাফলও। তবে ২৩ এর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বহু জায়গাটাতেই তবে উঠে এসেছে বিশৃঙ্খলার ঘটনা। যার দরুন পুনরায় সেই স্থানগুলিতে ভোট করাতে চাইছে রাজ্য সরকার।

আবার সম্প্রতি ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হয়েছেন। তাই সেখানে পনেরো তম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষ্যে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৩ ধূপগুড়িতে স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমস্ত সরকারী অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

তবে কেবল স্কুল, কলেজ ও অফিসই নয়। ভোটগ্রহণ পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য ধূপগুড়ি সংলগ্ন দোকানপাট, বাজার, মার্কেট সমস্ত কিছুই বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ধূপগুড়ি ব্যতিত অন্যত্র সবকিছু স্বাভাবিকই চলবে।