চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীর মৃত্যু হচ্ছে বলে দাবি রাজ্যের

Estimated read time 0 min read

টাকা নয়,বিচার চাই। চিকিৎসার গাফিলতিতে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন খুদে শিবম শর্মার মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল বালুরঘাট। ওই শিবম শর্মার দিদি রিঙ্কি শর্মা ও পবিত্র সুত্রধর এদিন স্পস্ট করে এই দাবি করেন।

জুনিয়র চিকিৎসকদের অন্দোলনের জেরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীর মৃত্যু হচ্ছে বলে দাবি রাজ্যের। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা নিজের এক্স হ্যান্ডলেই ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা চিকিৎসায় মৃতের তালিকায় নাম রয়েছে বালুরঘাটে শিবম শর্মারও। যা নিয়ে তাদের অবস্থান আগেই স্পষ্ট করেছে শিবামের পরিবার তারা স্পষ্টভাবেই বলেছে ডাক্তারি আন্দোলন শুরু হওয়ার আগেই শীবমের মৃত্যু হয়েছে। তাই আরজিকর ঘটনার সাথে বা ডাক্তারি আন্দোলনের সাথে শিবাবের মৃত্যুর কোন যোগাযোগ নেই। চিকিৎসক দেরিতে আসায় ওই শিশুর মৃত্যু হয়েছিল। তাই এই পরিবার টাকা নয়, বিচারের দাবি তুলেছে।

You May Also Like

More From Author