জল্পনা শুরু হলো দিলীপ ও পরিবহন মন্ত্রীর বার্তায়

একুশে নির্বাচনের আগে থেকে ফল প্রকাশের পরেও চলছে দল বদলের খেলা৷ একুশে নির্বাচনের আগে যে সব নেতারা বিজেপি’র স্রোতে গা ভাসিয়েছিলেন ভোটের ফল প্রকাশের পর থেকেই তারা উল্টো সুর গাইছেন সবাই৷ বিজেপি’ত ভাঙন ধরিয়ে ক্রমেই নিজেদের দূর্গ পাকা করছে তৃণমূল৷ একের পর এক নেতার নাম লেখাচ্ছেন রাজ্যের শাসক দলে৷ দিন কয়েক আগেই সকলকে রীতিমতো চমক দিয়ে রাজনৈতিক সন্ন্যাস ভেঙে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে, শাসক শিবিরে যোগ দিতে চলেছেন ফরাক্কার পাঁচ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক৷

এই পরিস্থিতিতে তৈরী হলো আরো এক নতুন জল্পনা৷ অধীর রঞ্জন চৌধুরীর দল বদলের জল্পনা উস্কে দিলেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কোনও রকম রাখঢাক না রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সরাসরি বিজেপি’তে যোগদানের পরামর্শ দিলেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের পাশাপাশি ভোট হবে  মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভায়৷ সেখানে ভোট প্রচারের দায়িত্ব রয়েছে বিজেপির নয়া সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কাঁধে৷ প্রচার শুরুর আগে বহরমপুর রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে অধীরবাবুর দলবদলের জল্পনা উসকে দিলেন তিনি।

এদিকে বাবুল সুপ্রিয়র পর বিজেপিতে আরও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, আগামী দিনে বাবুল সুপ্রিয়র থেকেও বড় নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। ফিরহাদের দাবি, ওই নেতা আগে তৃণমূলে ছিলেন না। বিজেপি থেকেই সরাসরি শাসক শিবিরে নাম লেখাবেন তিনি। বৃহস্পতিবার সকালে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়েছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখান থেকেই এই বার্তা দিলেন তিনি। ফিরহাদের এই মন্তব্য রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপিকে চিন্তায় রাখবে বলেই মত রাজনৈতিক মহলের।