সত্যি হল জল্পনা

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দিনকয়েক আগেই তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।

এবার জল্পনা সত্যি করে অবশেষে ইস্তফা দিয়েই দিলেন তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। ভোটের মুখে অভিনেত্রী জানিয়ে দিলেন, ইতিমধ্যেই তিনি ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে। রাজনীতি তার জন্য নয়, তাই রাজনীতি থেকে পত্রপাঠ বিদায় নিতে চান।

একই সাথে এটাও জানিয়ে দিলেন, যে লোকসভা নির্বাচন নিয়ে এত হই হই সেই নির্বাচনে আর প্রার্থীও হতে চান না তিনি। বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা শোনা যাচ্ছিল, শীঘ্রই ইস্তফা দিতে পারেন মিমি চক্রবর্তী। গত তিন দিনে একাধিক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।