পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে গত সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গ। সেই ঘোষণাকে সত্যি করে শক্তি বাড়াল নিম্নচাপ। আর তার জেরেই বিগত দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ছুটির দিনে অর্থাৎ রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে বৃষ্টির ব্যাটিং। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, দেখা মেলেনি রোদের। এরপর বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টির দাপট।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি ছুটির দিনের সন্ধ্যাতেও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলা এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটাই ক্রমশ শক্তি বাড়িয়েছে। আর তার জেরেই রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত। সেই সঙ্গে উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়াও দিয়েছে। এর জের চলেছে গতকাল অর্থাৎ সোমবার অবধি।
বিগত দুদিনের ভারী বৃষ্টিপাতের পর আজ কলকাতার আকাশ কিছুটা পরিষ্কার হবে বলেই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার থেকে কমবে পরিমাণ বৃষ্টিপার।
অন্যদিকে নাগাড়ে বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। এদিন শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।