বিগত কিছুদিন যাবৎ কিছুটা হলেও সামাল দেওয়া গেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তবে পুরোপুরি ভাবে তাকে রোধ করা যায়নি। কোরোনার চোখ রাঙানি চলছে এখনও। এরই মাঝে ভয় ধরাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে সবরকম ভাবে তৈরি থাকতে চাইছে রাজ্য সরকার। কিন্তু অন্যদিকে কোভিড রুখতে টিকাকরণের উপর জোড় দেওয়া হলেও, দেখা দিয়েছে ভ্যাকসিনের আকাল৷ তবে এবার পরিস্থিতি সামাল দিতে আগামীকাল ৩ তারিখ থেকে কলকাতার বিভিন্ন সেন্টারে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানান ফিরহাদ হাকিম। এবার থেকে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কোভ্যাক্সিন দেওয়া হবে জানিয়েছেন তিনি। তিনি জানান, যাঁরা যেখান থেকে প্রথম ডোজ নিয়েছেন, সেখান থেকেই তাঁধের দ্বিতীয় ডোজ নিতে হবে।
পাশাপাশি তিনি আরও জানান, অশীতিপর মানুষদের ভ্যাকসিন সেন্টারে যাওয়ার দিন শেষ। এবার থেকে তাঁদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে। তাছাড়া যাঁরা শয্যাশায়ী, তাঁদের জন্য স্পেশাল ক্যাটাগরি করা হয়েছে৷ তাঁদেরও বাড়িতে গিয়েও ভ্যাকসিন দেওয়া হবে। তবে সেই বাড়ির প্রতিটি সদস্যকে আগে থেকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এটা দুয়ারে ভ্যাকসিন নয়। শুধু বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা করা হবে।