রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার মাঝেই শোনা গেছে ভারতীয় ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত। রবিবারের ম্যাচে সে খেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
তবে আরও একবার পরীক্ষা করা হবে তাকে। তারপরেই ঠিক হবে সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন কিনা। দুর্দান্ত ফর্মে চলছেন ভারতের তরুণ ওপেনার গিল। ছ’টি শতরান রয়েছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমন। কিন্তু এমন অবস্থায় প্রথম ম্যাচে গিল খেলতে না পারলে অনেক বড়ো ধাক্কা খাবে ভারত।
তবে শোনা যাচ্ছে প্রথম ম্যাচে শুভমন যদি একান্তই খেলতে না পারে তাহলে, তার বদলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিশন। তবে লোকেশ রাহুলও রয়েছেন দলে। তিনিও একসময় রোহিতের সঙ্গে ওপেন করতেন। কিন্তু এখন মিডল অর্ডারেই রাহুলকে বেশি পছন্দ দলের।