গুঞ্জন ছিল আগেই এবার তা সত্যি হল। বড় পদে উত্তীর্ণ হলেন তিনি। এবার একুশের বিধানসভা ভোটে বড় সাফল্য এসেছে। রাজ্য বিধানসভা ভোটে বড়সড় সাফল্যের পর শনিবার প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলে এবার গুরুদায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদোন্নতি হল তাঁর। জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য যুব তৃণমূল সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। এর পর রাজ্য যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক।
যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায়। তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। সেই ব্যক্তিকে দলের নানাবিধ শীর্ষপদ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন মমতা। এবার সেই মুকুলের পদে আসীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের তৃণমূল কংগ্রেসের পরবর্তী টার্গেট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জেতা।
বিধানসভা ভোটের প্রচারে গোটা রাজ্য চষে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে রাজ্যে দু’শোর বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় আসবে বলেও বারবার দাবি করতে দেখা গিয়েছে তাঁকে। ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে অভিষেকের সেই দাবি একেবারে ভিত্তিহীন ছিল না। বরং দুশোরও বেশি আসনে জিতে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল।