বড়সড় চাপের মুখে পড়ল সেরাম সংস্থা

কিছুটা স্বস্তি মিলতেই তৃতীয় ঢেউয়ের ভয়। আর এই ঢেউয়ে সব চেয়ে বেশি ভয় শিশুদের নিয়ে। তাই শিশুদের ভ্যাকসিন হওয়াটা খুব জরুরি। কিন্তু এই পরিস্থিতিতে ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর এখনই কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। শিশু সুরক্ষার জন্য ২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল কোভোভ্যাক্স। কিন্তু মিললো না অনুমতি। ইতিমধ্যেই এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে ভারতের সেরাম ইন্সটিটিউট।

এখনও পর্যন্ত কোনও দেশ কোভোভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি। ফলে ভারতেও শিশু, কিশোর ও তরুণদের উপর এই টিকার প্রয়োগের অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, আগে ১৮ ঊর্ধ্বদের শরীরে কোভোভ্যাক্স টিকার ট্রায়ালের প্রভাব বিস্তারিত ভাবে জানাক সেরাম ইন্সটিটিউট। তার পরেই শিশুদের শরীরে কোভোভ্যাক্স টিকা প্রয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রেহণ করা হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সুপ্রিমকোর্টে এক হলফনামা জমা দিয়ে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল যে দেশে শীঘ্রই ১২-১৮ বয়সীদের জন্য টিকা আসতে চলেছে। এই আবহে এই টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতি চাইল জাইডাস। এই অনুমোদন পাওয়া গেলে এটিই হবে প্রথম কোভিড টিকা, যা দেশে ১২-১৮ বছর বয়সীদের উপর প্রয়োগ করা হবে।