তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে সাংসদ হওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের এই সাংসদের নেতৃত্বেই শুরু হয়েছে ‘এক ডাকে অভিষেক ‘থেকে শুরু করে ‘সেবাশ্রয়’র মত জনপ্রিয় কর্মসূচি। প্রথম ইনিংসে ব্যাপক সাফল্য লাভের পর ফের শুরু হল ‘সেবাশ্রয়’র দ্বিতীয় কর্মসূচি। আগামী ২০ মার্চ পর্যন্ত এই ক্যাম্প চলবে। টানা চারদিন ধরেই রাজ্যের অসুস্থ মানুষদের সেবার কাজে নিযুক্ত থাকবে সেবাশ্রয়।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায় এই মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় ইনিংসে মোট ক্যাম্পের সংখ্যা ২৭৩টি। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি চলবে এই শিবির।