শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হলো ইকো সেনসিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক

শিলিগুড়ি : পরিবেশ-সংবেদনশীল অঞ্চলের (ইকো সেনসিটিভ জোন) একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুরনিগমে। এদিন শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এই বিশেষ শোভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

মূলত এদিন পরিবেশ-সংবেদনশীল অঞ্চল (ইকো সেনসিটিভ জোন) নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একইসঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা শিল্প ও চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়।

এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের উপর কাজ করা হবে এবং ইতিমধ্যেই অনেকগুলো বিষয় কাজ শুরু হয়ে গিয়েছে। পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুরনিগম ও রাজ্যের প্রশাসন। তাই আজ এই বৈঠকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয়।