সমাপ্তি ঘটতে চলছে প্রতীক্ষার৷ ঘড়ির কাঁটা যেন বলছে এই তো আর কিছু সময়ের অপেক্ষা। মাত্র সময়ের অপেক্ষা, মঙ্গলবার থেকে ফের খুলবে স্কুল, বাজবে ছুটির ঘন্টা। আবার স্কুল ব্যাগ-টিফিন টাইম- বন্ধুদের সাথে আড্ডা-ক্লাসরুম-শিক্ষকের হাতে চক ডাষ্টার-ব্লাকবোর্ডে চকের টান আর সব শেষে ছুটির ঘণ্টা৷ দীর্ঘ প্রায় দেড় বছর পরে আবার খুলতে চলেছে স্কুলগুলি শুরু হবে নতুন করে পঠন- পাঠান। নতুন রঙে সেজে উঠেছে স্কুলের শ্রেণিকক্ষ থেকে স্কুলের বারান্দা। স্কুল খোলার প্রাক্কালে এমনই ছবি ধরা পড়েছে গোবরডাঙ্গা খাটুরা বয়েজ হাই স্কুলে।
স্কুলে গিয়ে দেখা গেল নতুন করে সেজে উঠেছে স্কুল প্রাঙ্গণ। ছোট ছোট সবুজ গাছ আর স্কুল বারান্দায় বিভিন্ন মনীষীদের বাণী, দীর্ঘ ছুটির পরে ছাত্রদের আকর্ষণ করবে বলে জানিয়েছে স্কুলের সহ প্রধানশিক্ষক বিশ্বনাথ রায়। তিনি আরও বলেন, ‘‘আমরা যারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা রয়েছি সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি স্কুলের সম্পদ পড়ুয়ারা আবার স্কুলে ফিরবে, স্কুলের অঙ্গিনাকে প্রাণবন্ত করে তুলবে।’’
স্কুল যাওয়া নিয়ে উত্তেজনার মধ্যে রয়েছে পড়ুয়ারারাও খাটুরা বয়েজ হাই স্কুলের ছাত্র রণজিৎ ঘোষ, অলক আচার্যদের কথায়, ‘‘স্কুল খুলছে বলব না৷ বরং বলব নতুন করে স্কুল খুলছে অর্থাৎ নতুন শিক্ষা জীবন শুরু হচ্ছে। কারণ, সবটাই তো অভ্যাসের ব্যাপার৷ দীর্ঘ লক ডাউনে স্কুলে যাওয়ার অভ্যস্ততায় তো আমরা হারিয়ে ফেলেছি৷ সব কিছু আবার নতুন করে অভ্যাস করতে হবে৷ অনেকদিন পর স্কুল ঘরের বেঞ্চে বসা, বন্ধুদের সঙ্গে গল্প করা- এসব ভাবলেই কেমন যেন উত্তেজনা তৈরি হচ্ছে৷’’