২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাস মেনে। সে কারণেই নতুন সিলেবাস কমিটি গঠন করল স্কুল শিক্ষা দফতর। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করে নতুন সিলেবাস কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। সিলেবাস কমিটিতেও বিস্তর রদবদল করা হয়েছে। আপাতত এক বছরের জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রয়োজনে এই সিলেবাস কমিটির মেয়াদ বাড়ানো হতে পারে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা হবে পুরোনো সিলেবাস মেনেই। তবে ২০২৫ সালের মাধ্যমিকের সিলেবাস তৈরির কাজ এখন থেকেই এই কমিটি শুরু করে দেবে। উল্লেখ্য, গত মার্চ মাসে সিলেবাস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন অভীক মজুমদার।তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, তথ্যটি সম্পূর্ণ সত্য নয়। তিনি আরও জানিয়েছিলেন, অভীক নিজেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। পাশাপাশি, সিলেবাস কমিটির কাজও করে যেতে চান তিনি। তাই অভীককে সিলেবাস কমিটির উপদেষ্টা পদে রাখার কথা বিবেচনা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কথামতোই নতুন এই কমিটির উপদেষ্টা করা হয়েছে অভীককে, সঙ্গে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সুমিত চক্রবর্তীকে উপদেষ্টা পদে বসানো হয়েছে। । প্রসঙ্গত, ২০১২ সালের পর থেকে সিলেবাস কমিটির চেয়ারম্যান দায়িত্ব সামলেছেন অধ্যাপক অভীক।