সহযাত্রীর বিপদে ঝাঁপিয়ে পড়ে ফের ত্রাতা সোনু সুদ

এমনিতেই দেবদূত বলে বেশ নামডাক রয়েছে তাঁর। মানুষের আপদে-বিপদে ঝাঁপিয়ে পড়েন সোনু সুদ। কত মানুষের জীবনের সঙ্গে যে তাঁর নাম জড়িয়ে রয়েছে, তা গুনে শেষ করা যাবে না। এ বার বিমানবন্দরে মসিহা হয়ে উঠলেন সোনু। জীবনরক্ষা করলেন সহযাত্রীর।দুবাই থেকে ফিরছিলেন সোনু। দাঁড়িয়েছেন ছিল অভিবাসন প্রক্রিয়ার জন্য।

আমচকা সেই সময় অসুস্থ হয়ে পড়েন এক  । দেখেই সঙ্গে সঙ্গে ছুটে যান অভিনেতা। তত ক্ষণে সংজ্ঞা হারান মধ্যবয়স্ক ওই যাত্রী। সময় নষ্ট না করে ওই ব্যক্তিকে সিপিআর দিতে শুরু করেন সোনু।

সেই সময় অভিবাসন দফতরের আধিকারিকরা ছুটে আসেন। লোক জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। কিছু ক্ষণ সিপিআর দেওয়ায় জ্ঞান ফেরে ওই যাত্রীর। জীবন বাঁচানোর জন্য সোনুকে কৃতজ্ঞতা জানান ওই ব্যক্তি।