শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। সঙ্গে আরও একটি ‘সুখবর’ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে ‘চিকিৎসার অরেক নাম সেবা’ নামক একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বেতন বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সংক্রান্ত একটি নিয়মও শিথিল করার ঘোষণা করেন তিনি। মমতা বলেন, ‘সিনিয়র চিকিৎসকদের অনুরোধ করব, দয়া করে জুনিয়রদের ওপর সবটা ছেড়ে দেবেন না। অন্তত ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন।
তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন। আমার তাতে আপত্তি নেই। আপনাদের জন্য বেঁধে দেওয়া ২০ কিলোমিটারটা আমি ৩০ কিলোমিটার করে দিচ্ছি। কারণ কলকাতায় ৩০ কিমির মধ্যে অনেক হাসপাতাল রয়েছে’।