বেশ খানিকটা অস্বস্তিতে শাসকদল, পদত্যাগ জানালেন যুব তৃণমূল সভাপতি

Estimated read time 0 min read

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। যদিও, লোকসভা নির্বাচনে নজর কেড়েছে তমলুক। তমলুকে লোকসভা কেন্দ্র থেকে ৭৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

‘অধিকারী গড়’ নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির লিড ছিল ৮,২২৭ ভোটের। আর বিজেপির কাছে পরাজয়ের পর এবার পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা। এদিকে ভোট মিটতেই ব্লক যুব তৃণমূল সভাপতির পদত্যাগের কারণে অস্বস্তিতে শাসকদল।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, ও যথেষ্ট পরিশ্রম করেছে, পদত্যাগ করতে হলে অন্য নেতাদের পদত্যাগ করা উচিৎ। অন্যদিকে ব্লক সভাপতির পদত্যাগ নিয়ে আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, অনেক তৃণমূল নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, এরপর কী হয় দেখতে থাকুক রাজ্যবাসী।

You May Also Like

More From Author