লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা সফরে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গত পঞ্চায়েত ভোটে বিরোধীদের অভিযোগ ছিল তাদের অধিকাংশ আসনে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজার হাজার আসনে তৃণমূল প্রার্থীরা জিতে গিয়েছিলেন। কিন্তু এবার বিনা যুদ্ধে শাসকদলকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিরোধীরা।
রাজনৈতিক মহল মনে করে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। একুশের নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জেতার পর তৃণমূলের আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যায়। এরপর বিজেপির বহু নেতা, বিধায়ক, সাংসদ দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সেই সঙ্গে একের পর এক পুরসভা ভোট, বিধানসভা বা লোকসভার উপনির্বাচনে বিজেপিকে কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত করে তৃণমূল। কিন্তু বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। সেই জায়গা থেকে পঞ্চায়েতে তৃণমূলকে কড়া টক্কর দিতে প্রস্তুত বিরোধীরা।
উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রচার করেন না। কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই রাজনৈতিক মহল মনে করছে এখন থেকেই সুকৌশলে এভাবেই প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। আর সেই সূত্রেই জেলা সফরে গিয়ে মঞ্চ থেকে শীতবস্ত্র দেওয়ার ঘোষণার পাশাপাশি গ্রামবাসীর বাড়িতে গিয়ে আহার করে তাঁদের মন জয়ের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।