রেল যাত্রীদের সুবিদার্থে বদলানো হলো নিয়ম

Estimated read time 0 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।

এবার বন্দে ভারতের প্রসঙ্গেই সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, এবার বন্দে ভারতের গতিতে “ব্রেকের” সিদ্ধান্ত নিয়েছে রেল। অর্থাৎ, এখন কিছু নির্দিষ্ট রুটে বন্দে ভারত ট্রেন আগের তুলনায় কম গতিতে চলবে।

জানা গিয়েছে, দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে রানি কমলাপতি এবং খাজুরাহো যাওয়ার বন্দে ভারত ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ থেকে কমিয়ে ১৩০ কিলোমিটার করা হয়েছে।মূলত, নিরাপত্তার দিকটি মাথায় রেখেই বন্দে ভারতের গতি কমিয়েছে রেল। বাংলায় সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার পর ট্রেন চলাচলের নিরাপত্তার বিষয়ে রেলের উদ্বেগ বেড়েছে।

You May Also Like

More From Author