নয়া ঘোষণা অনুযায়ী বদলে যেতে চলেছে নিয়ম

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। রাজ্যর প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। তবে এবার নিয়মে আসতে চলেছে বদল।

পরিবারের প্রধানের নাম প্রত্যেকটি রেশন কার্ডে লেখা হয়ে থাকে। তবে এই নিয়ে সমস্যা কম দেখা যায় না। অনেক সময় পরিবারের সব থেকে বয়স্ক ব্যক্তিকে পরিবারের সদস্যরা প্রধান হিসেবে মানতে চান না। আর পরিবারের প্রধানের নাম না লিখলে মিলবে না রেশন কার্ড।

জাতীয় খাদ্য সুরক্ষা নিয়ম অনুযায়ী পরিবারের মহিলাকে সেই পরিবারের প্রধান হিসেবে দেখাতে হবে। তবে সে ক্ষেত্রে কার্ডে গ্রাহকের বাবা বা স্বামীর নাম থাকতে পারে। তবে পরিবারের প্রধান সদস্যের নাম লেখা আর বাধ্যতামূলক নয়। এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে খাদ্য দপ্তর হয়ত দ্রুত নোটিশ জারি করতে পারে।