বদলাতে চলেছে নিয়ম, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। এবার থেকে শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় নিজের বাড়ি ও সম্পত্তির কর দিতে হবে অনলাইনেই। ২৩ ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে নয়া পক্রিয়া শুরু হয়ে যাবে। এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনেই দিতে হবে বাড়ি ও সম্পত্তির কর।
বিগত সময়ে পঞ্চায়েত এলাকায় কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তি কর সঠিকভাবে আদায় করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল রাজ্য পঞ্চায়েত দপ্তরকে। এবার নয়া প্রক্রিয়া চালু হলে সেই সমস্যা মিটবে।
ইতিমধ্যেই অনলাইনে কর চালুর বিষয়টি প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফে। গ্রামে গ্রামে যাতে এই নয়া নিয়ম নিয়ে প্রচার করা হয় সেই কথা বলা হয়েছে। অনলাইনে ঠিকমতো কর জমা পড়ছে কিনা গোটা একমাস ধরে সেই বিষয় পর্যবেক্ষণ করা হবে।